Sunday, April 3, 2016

MEGA BASS CIRCUIT FOR ALL MUSIC LOVER

      


                     মেগা-বেইস্




একটি ভাল স্টেরিও মিউজিক সিস্টেমের পূর্ব শর্ত হলো - ভালো ফ্রি - এম্পলিফায়ার, ভালো ইকোয়্যালাইজার, ভালো    এম্পলিফায়ার এবং এক জোড়া ভালো স্পিকার সিস্টেম। কিন্তু এই সবগুলো শর্ত  পূরন করে মিউজিক সিস্টেম তৈরি করার পরও অনেক কে হতাশ হতে দেখা যায়। বাহিরের সেট গুলোর Bass Response এতো ভালো থাকে যে, সেগুলোর সাথে প্রতিযোগীতা করা কস্টকর হয়ে পড়ে। বিশেষ করে যে সব সেট এ "SUPER BASS",  "X-BASS", "MEGA BASS" ইত্যাদি সিস্টেম গুলো থাকে। এভাবে BASS BOOST করার জন্য বিভিন্ন সেটে বিভিন্ন রকম ACTIVE / PASSIVE সার্কিট ব্যবহার করা হয়ে থাকে,আপনাদের অনেকেই হয়তো এ ধরনের সর্কিট তৈরিও করেছেন। সেগুলোর ফলাফল নিয়ে আপনি সন্তুষ্ট  হতে পেরেছেন কি না জানি না; কিন্তু এ মুহূর্তে আমি যে MEGA BASS এর ডায়াগ্রামটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি  তৈরি করে মিউজিক সিস্টেমে ব্যবহার করার পর আপনি সত্যিই আশ্চর্যান্বিত হবেন।  চলুন তাহলে ডায়াগ্রামটি দেখা যাক।




দেখতেই পারছেন মাত্র দুটি ট্রানজিস্টরের সাহায্যে খুব সহজে ডিজাইন করা হয়েছে সার্কিটটি।  Preamplifier or Audio Device এর আউটপুট  সংযুক্ত হবে এই সার্কিটের ইনপুটে এবং এই সার্কিটের আউটপুট সংযুক্ত হবে এম্পলিফায়ারের ইনপুটে। এসময় সার্কিটের সুইজ দুটি যদি বন্ধ  থাকে তবে সার্কিটটি OFF অবস্থায় থাকবে ; কিন্তু সুইজ দুটি যদি খোলা থাকে তবে সার্কিটটি ON হবে। এর জন্য আপনারা 6pin DPDT সুইজ ব্যবহার করতে পারেন। আশাকরি, MEGA BASS অন্ করার পর আপনার মুখে এক জয়ের হাসি ফুটে উঠবে এবং এও আশা করবো যেন আপনার ঘরের জানালার কাঁচগুলো হঠাৎ ফেটে না যায়।

                        For get enlarge diagram please  CLICK HERE

ম্যানুয়্যাল সার্জ প্রটেকটর

অনেক সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পর পরই আবার চলে আসে, এটা  বেশিরভাগ ক্ষেত্রেই লোডশেডিং অথবা ঝড়-বৃষ্টির সময় হয়ে থাকে, এ অবস্থায় টিভি, কম্পিউটার বা ফ্রীজের মারাত্মক ক্ষতি হতে পারে। এখানে এমন একটি সার্কিট ডায়াগ্রাম দেওয়া হয়েছে যার সাহায্যে সার্জ ভোল্টেজের হাত থেকে যেকোন ইলেকট্রিক যন্ত্রপাতিকে রক্ষা করা সম্ভব। সার্কিট টি খুব ছোট, এখানে একটি ডিসি রিলে ব্যবহার করা হয়েছে এবং একে চালানোর জন্য একটি পাওয়ার সাপ্লাই রয়েছে। পাওয়ার সাপ্লাই টি তৈরি করা ট্রান্সফরমার, ডাযোড এবং ক্যাপাসিটরের সমন্বয়ে। যখন কোন লোডে পাওয়ার দেবার প্রয়োজন হয় তখন সুইজ -১ একবার পুশ করা হয়, এ অবস্থায় পাওয়ার অন হয়ে রিলেকে সক্রিয় করে তোলে, রিলে সক্রিয় হলেই কেবলমাত্র লোডে বিদ্যুৎ প্রবাহ হয়। যখন বিদ্যুৎ চলে যায় তখন সবগুলো জিনিসই বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে আবার বিদ্যুৎপ্রবাহ চালো হলে সুইজ-১ প্রেস করার আগে পর্যন্ত লোডে বিদ্যুৎ সরবরাহ করা হয় না, এ কারনে সুইজ-১ প্রস করার সময়টুকুতে সার্জ ভোল্টেজের স্থায়িত্ব কেটে যায়।



parts list

Transformer   -     6V-0V-6V
D1,D2,D3      -     IN4007
C1                  -     1000Mfd/25V
RL1               -     6V, 100ohms
S1                  -      Push To On Switch





হবি ইলেক্ট্রনিক্স

হবি ইলেক্ট্রনিক্স এ আপনাদের স্বাগতম।