মেগা-বেইস্
একটি ভাল স্টেরিও মিউজিক সিস্টেমের পূর্ব শর্ত হলো - ভালো ফ্রি - এম্পলিফায়ার, ভালো ইকোয়্যালাইজার, ভালো এম্পলিফায়ার এবং এক জোড়া ভালো স্পিকার সিস্টেম। কিন্তু এই সবগুলো শর্ত পূরন করে মিউজিক সিস্টেম তৈরি করার পরও অনেক কে হতাশ হতে দেখা যায়। বাহিরের সেট গুলোর Bass Response এতো ভালো থাকে যে, সেগুলোর সাথে প্রতিযোগীতা করা কস্টকর হয়ে পড়ে। বিশেষ করে যে সব সেট এ "SUPER BASS", "X-BASS", "MEGA BASS" ইত্যাদি সিস্টেম গুলো থাকে। এভাবে BASS BOOST করার জন্য বিভিন্ন সেটে বিভিন্ন রকম ACTIVE / PASSIVE সার্কিট ব্যবহার করা হয়ে থাকে,আপনাদের অনেকেই হয়তো এ ধরনের সর্কিট তৈরিও করেছেন। সেগুলোর ফলাফল নিয়ে আপনি সন্তুষ্ট হতে পেরেছেন কি না জানি না; কিন্তু এ মুহূর্তে আমি যে MEGA BASS এর ডায়াগ্রামটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি তৈরি করে মিউজিক সিস্টেমে ব্যবহার করার পর আপনি সত্যিই আশ্চর্যান্বিত হবেন। চলুন তাহলে ডায়াগ্রামটি দেখা যাক।
দেখতেই পারছেন মাত্র দুটি ট্রানজিস্টরের সাহায্যে খুব সহজে ডিজাইন করা হয়েছে সার্কিটটি। Preamplifier or Audio Device এর আউটপুট সংযুক্ত হবে এই সার্কিটের ইনপুটে এবং এই সার্কিটের আউটপুট সংযুক্ত হবে এম্পলিফায়ারের ইনপুটে। এসময় সার্কিটের সুইজ দুটি যদি বন্ধ থাকে তবে সার্কিটটি OFF অবস্থায় থাকবে ; কিন্তু সুইজ দুটি যদি খোলা থাকে তবে সার্কিটটি ON হবে। এর জন্য আপনারা 6pin DPDT সুইজ ব্যবহার করতে পারেন। আশাকরি, MEGA BASS অন্ করার পর আপনার মুখে এক জয়ের হাসি ফুটে উঠবে এবং এও আশা করবো যেন আপনার ঘরের জানালার কাঁচগুলো হঠাৎ ফেটে না যায়।
For get enlarge diagram please CLICK HERE
For get enlarge diagram please CLICK HERE
nice project, please explain working principle or tell the technical name of the circuit,
ReplyDelete