ম্যানুয়্যাল সার্জ প্রটেকটর
অনেক সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পর পরই আবার চলে আসে, এটা বেশিরভাগ ক্ষেত্রেই লোডশেডিং অথবা ঝড়-বৃষ্টির সময় হয়ে থাকে, এ অবস্থায় টিভি, কম্পিউটার বা ফ্রীজের মারাত্মক ক্ষতি হতে পারে। এখানে এমন একটি সার্কিট ডায়াগ্রাম দেওয়া হয়েছে যার সাহায্যে সার্জ ভোল্টেজের হাত থেকে যেকোন ইলেকট্রিক যন্ত্রপাতিকে রক্ষা করা সম্ভব। সার্কিট টি খুব ছোট, এখানে একটি ডিসি রিলে ব্যবহার করা হয়েছে এবং একে চালানোর জন্য একটি পাওয়ার সাপ্লাই রয়েছে। পাওয়ার সাপ্লাই টি তৈরি করা ট্রান্সফরমার, ডাযোড এবং ক্যাপাসিটরের সমন্বয়ে। যখন কোন লোডে পাওয়ার দেবার প্রয়োজন হয় তখন সুইজ -১ একবার পুশ করা হয়, এ অবস্থায় পাওয়ার অন হয়ে রিলেকে সক্রিয় করে তোলে, রিলে সক্রিয় হলেই কেবলমাত্র লোডে বিদ্যুৎ প্রবাহ হয়। যখন বিদ্যুৎ চলে যায় তখন সবগুলো জিনিসই বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে আবার বিদ্যুৎপ্রবাহ চালো হলে সুইজ-১ প্রেস করার আগে পর্যন্ত লোডে বিদ্যুৎ সরবরাহ করা হয় না, এ কারনে সুইজ-১ প্রস করার সময়টুকুতে সার্জ ভোল্টেজের স্থায়িত্ব কেটে যায়।
parts list
Transformer - 6V-0V-6V
D1,D2,D3 - IN4007
C1 - 1000Mfd/25V
RL1 - 6V, 100ohms
S1 - Push To On Switch
Good :)
ReplyDeleteThanks..
ReplyDeleteখুব সুন্দর।সার্জ কেন আসে এ নিয়ে নিয়ে একবার লিখেছিলাম এখানে www.abhieeeprojects.blogspot.com
ReplyDeletethanks Abhijit
Delete